ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কলকাতার শিল্পীদের ওয়ার্ক পারমিট না থাকায় শুটিং বন্ধ   

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:০৭ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

উত্তরার শুটিং স্পটে চলছিল ‘ফোন-এক্স’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং। সেখানে কলকাতার কয়েকজন শিল্পী ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার তাদের কাজ বন্ধ করে দিলেন ডিরেক্টরস গিল্ড। সিরিজটির পরিচালক অনন্য মামুন।  

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক স্পটে গিয়ে বিদেশি শিল্পীদের কাজের অনুমতি না থাকায় শুটিং বন্ধ করতে পরিচালককে অনুরোধ করেন। পরে অনন্য মামুন কলকাতার উপস্থিত ৩ জন শিল্পীর কাজ স্থগিত করেন। 

এ প্রসঙ্গে এসএ হক অলিক বলেন, ‘শুটিং স্পটে গিয়ে দেখি কয়েকজন বিদেশি শিল্পী প্রস্তুতি নিচ্ছেন। তাদের কাছে সবিনয়ে জানতে চাই, বাংলাদেশে কাজ করার জন্য প্রয়োজনীয় সরকারি কাগজ তারা নিয়েছে কিনা। তারা জানান, বিষয়টি পরিচালক অনন্য মামুন বলতে পারবেন। তখন পরিচালক সেখানে উপস্থিত ছিলেন না।’

এদিকে অনন্য মামুন জানান, কলকাতার এ শিল্পীরা মূলত এদেশে ঘুরতে এসেছে। তারা তিন জন এ সিরিজেও কাজ করছে। ইন্ডিয়ান অংশে তারা অংশ নিয়েছিলো। মঙ্গলবার (১০ জুলাই) সকালে তারা শুটিং দেখতে এসেছিলেন উত্তরায়। সে ফাঁকে তারা কয়েকটি দৃশ্যের শুটিং করারও ইচ্ছা প্রকাশ করে।  

‘ফোন-এক্স’ নামের এ সিরিজে কাজ করছেন বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী। তাদের মধ্যে আছেন ইমন, জলি, ইমতু রাতিশ, সাঞ্জু জন, লামিয়া, হারুনুর রশীদসহ অনেকে। 

এসি