ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

উত্তরাঞ্চলে বন্যার উন্নতি (ভিডিও)

প্রকাশিত : ১১:০৯ এএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

নদ-নদীর পানি কমায়, উত্তরাঞ্চলে বন্যার উন্নতি হয়েছে। তবে, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। এরইমধ্যে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি। আছে বিশুদ্ধ পানির সংকট।

পানি নামতে শুরু করলেও ভোগান্তির শেষ নেই উত্তরাঞ্চলের মানুষের। বাড়ি ঘর ও ফসল নষ্ট হওয়ায় মানবেতর জীবনযাপন করছে তারা।

জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। যমুনার তীব্র স্রোতে জেলার পাথর্শী মোরাদাবাদ থেকে কুলকান্দি পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে।

গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘটসহ সব নদীর পানি কমেছে। কুঠিপাড়া, সরদার পাড়া, বালাসীঘাট, কেতকিরহাট এলাকার কিছু কিছু এলাকা এখনও ডুবে আছে।

তীব্র স্রোতে সিরাজগঞ্জের শাহজাদপুওে যমুনার বাঁধে ভাঙ্গন আতংক দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড এখনো কোনো উদ্যোগ নেয়নি।

পানি কমলেও, বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে নানা রোগ-ব্যাধি।