ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মুখোমুখি ইংল্যান্ড-ক্রোয়েশিয়া: কে এগিয়ে

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫০ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

আজ রাশিয়া বিশ্বকাপের শেষ সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। রাত ১২ টায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামে খেলাটি হবে। শেষ সেমি ফাইনালে নাটকীয়তার অপেক্ষায় ক্রীড়ামোদিরা। বিশেষ করে ২৮ বছর পর বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠায় ইংল্যান্ডকে ঘিরে বাজি অনেকের। পাঠকের আগ্রহের জায়গা এতেও যে, ক্রোয়েশিয়া-ইংল্যান্ড মহারণে কে এগিয়ে কে পিছিয়ে?

*বিশ্বকাপে আগে কখনোই ইংল্যান্ডের মুখোমুখি হয়নি ক্রোয়েশিয়া। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে দুই দলের একমাত্র দেখাটা হয়েছিল ২০০৪ সালের ইউরোয়। সেবার ৪-২ গোলে ইংলিশদের পরাস্ত করে ক্রোয়েশিয়া।

*সব মিলিয়ে দুই দলের দেখা হয়েছে সাতবার। চার জয় নিয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার জয় দুটি। ১৯৯৬ সালে দুই দলের প্রথম ম্যাচটি ছিল গোলশূন্য ড্র।

*বিশ্ব ফুটবলে ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জয় এসেছিল ইংল্যান্ডের। সেটি তাদের ঘরের মাঠেই।

*১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছে ইংল্যান্ড। সেবার সেমি-ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।

*১৯৯১ সালে যুগোস্লোভিয়া ভেঙে যাওয়ার পর ছয়টি বিশ্বকাপের পাঁচটিতেই খেলার যোগ্যতা অর্জন করেছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে বিশ্ব মঞ্চে নিজেদের অভিষেকেই শেষ চারে পা রেখেছিল তারা। ওই আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে সেমি-ফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জয় পায় নেদারল্যান্ডসের বিপক্ষে। এটাই বিশ্বমঞ্চে দেশটির সেরা পারফরম্যান্স।

*চলতি রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপে তিন ম্যাচই জিতে পুরো নয় পয়েন্ট নিয়ে নক আউট পর্বে পা রাখে জ্লাতকো দালিচের দল। প্রতিপক্ষের জালে সাতবার বল জড়ানোর বিপরীতে নিজেরা হজম করেছে মোটে একটি।

*অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে নক আউট পর্বে ওঠা ইংল্যান্ড বেলজিয়ামের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে হারে।

*দুই গোল করে চলতি আসরে ক্রোয়েশিয়ার সেরা গোলদাতা অধিনায়ক লুকা মদ্রিচ।

*অন্যদিকে ছয় গোল করে টুর্নামেন্টে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তার চেয়ে বেশি গোল আছে শুধু ১০ গোল করা গ্যারি লিনেকারের।

*১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জয়ের আসরে সর্বোচ্চ ১১টি গোল করেছিল ইংল্যান্ড। এরই মধ্যে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। সেমি-ফাইনালে রেকর্ডটা নতুন করে লেখার সুযোগ থাকছে তাদের সামনে।

*ইংল্যান্ডের হয়ে খেলা নিজের শেষ ৩০টি ম্যাচে হারের মুখ দেখেননি মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। যে কোনো ইংলিশ খেলোয়াড়ের সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এটি।

*শেষ ষোলোয় কলম্বিয়ার বিপক্ষে জিততে টাইব্রেকারের প্রয়োজন হয় ইংলিশদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে সহজেই ২-০ গোলে সুইডেনকে হারায় তারা।

*অন্যদিকে গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করা ক্রোয়েশিয়ার নক আউট পর্বটা এখন পর্যন্ত সহজ হয়নি। শেষ ষোলোয় টাইব্রেকারে ডেনমার্ককে হারানোর পর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়া বাধা পেরোতেও দরকার পড়েছে পেনাল্টি শুট আউটের।

সূত্র : গোলডটকম।

/ এআর /