কাকে বিয়ে করলেন প্রোটিয়া অধিনায়ক?
প্রকাশিত : ০২:২৩ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০২:২৬ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার
জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাকা করলেন প্রোটিয়া অলরাউন্ডার মারিজান কাপ৷ অন্তত ভ্যান নিকার্ক যতদিন ক্যাপ্টেন্সি করবেন, ততদিন তার বাদ পড়ার সম্ভাবনা কম৷ ক্রিকেট বিশ্বে এমন মজার তথ্য উড়ে বেড়াচ্ছে এই মুহূর্তে৷ কারণ মারিজান কাপ ঘটা করে বিয়ে সারলেন তার ক্যাপ্টেনের সঙ্গে৷
সমলিঙ্গে বিবাহ এবং সমকামিতা নিয়ে রক্ষণশীল সমাজ এখনও ফতোয়া জারি করে চলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে৷ দক্ষিণ আফ্রিকার দুই মহিলা ক্রিকেটার অবশ্য থোড়াই কেয়ার করেন রক্ষণশীল সমাজকে৷ দু’জনের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের৷ সেই সম্পর্ককেই আনুষ্ঠানিক পরিণয়ে স্বীকৃতি দিলেন নিকার্ক ও মারিজান৷
২০০৯ বিশ্বকাপের সময় মাত্র দু’দিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা দুই প্রোটিয়া তারকা দীর্ঘদিন ধরেই জাতীয় দলের নিয়মিত সদস্য৷ দক্ষিণ আফ্রিকায় তারা দু’জনই প্রথমবার ছেলেদের অ্যাকাডেমিতে ভর্তি হন৷ জাতীয় দল ছাড়াও মহিলা বিগ ব্যাশ লিগে দু’জনেই সিডনি সিক্সার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷
সোশ্যাল মিডিয়ায় ছবিসহ নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন নিকার্ক ও কাপ৷ বিয়েতে হাজির ছিলেন দক্ষিণ আফ্রিকার মহিলা দলের সব ক্রিকেটারই৷
এখনও পর্যন্ত ৯৫টি ওয়ান ডে খেলা নিকার্ক দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ১২৫টি উইকেট নিয়েছেন৷ একদিনের ক্রিকেটে এক হাজার ৭৭০ রান রয়েছে তার ঝুলিতে৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক হাজার ৪৬৯ রান ছাড়াও ৪৯টি উইকেট নিয়েছেন নিকার্ক৷ ক’দিন আগেই দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি৷
অন্যদিকে মারিজান ৯৩টি ওয়ান ডে ম্যাচে এক হাজার ৬১৮ রান ও ৯৯টি উইকেট সংগ্রহ করেছেন৷ দেশের জার্সিতে ৬২টি টি-২০ ম্যাচে ৬০০ রান ও ৪৮টি উইকেট রয়েছে তার সংগ্রহে৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//