ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো 'আসেম'
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার
ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো ১১ তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন-আসেম। মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে সমাপনী অনুষ্ঠানে দুই মহাদেশের দেশগুলোর শীর্ষ নেতারা টেকসই উন্নয়নে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরত্বরারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরার পাশাপাশি কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন। সম্মেলন শেষে উলানবাটর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজধানী উলানবাটোরে দু’দিন ব্যাপী এশিয়া ইউরোপের দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন-আসেম শেষ হলো বৈশ্বিক নিরাপত্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। উলানবাটর ঘোষনার পর সমাপনী ফটোশেসনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব দেশের সরকার প্রধানরা। টেকসই উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরত্বারোপ করেন তারা। এদিন, ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
এর আগে শুক্রবার সম্মেলনের মূল অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। টেকসই উন্নয়নে বাংলাদেশের পক্ষ থেকে সবরকম সহযোগিতা অব্যহত রাখার ঘোষনা দেন তিনি।
পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে,রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। তারা সব ধরনের উন্নয়ন সহযোগিতা অব্যহত রাখার আশ্বাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।
পরে মঙ্গোলিয়ার সরকারের আয়োজিত একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আসেম সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর সরকার প্রধানরা। অনুষ্ঠানটি উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।