ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

মহেশখালীতে হবে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র [ভিডিও]  

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:৩৬ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

কক্সবাজারের মহেশখালীতে ৩৬শ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং মার্কিন কোম্পানি জেনারেল ইলেক্ট্রিক- জি ই’র সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।

বুধবার বিকালে বিদ্যুৎ ভবন মিলনায়তনে এই চুক্তি সই হয়। পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং জিই’র সভাপতি রাসেল স্টোকস সমঝোতা চুক্তিতে সই করেন।  

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী এ’সময় বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে টেকসই হবে দেশের বিদ্যুৎ উৎপাদন।

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি ভিত্তিক ৩ হাজার ৬শ’ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এই সমঝোতা চুক্তি।

সাড়ে ৫ হাজার একরের বেশি ভূমির উন্নয়নে খরচ ধরা হয়েছে ১৬০ কোটি ডলার। আর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ ধরা হয়েছে ২শ’ ৮০ কোটি মার্কিন ডলার।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে গড়ার কথা জানান।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জি ই’র সভাপতি সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আশ্বাস দেন।

আর মাকিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নে তার দেশ সহযোগিতা দিয়ে যাবে।

প্রকল্পের ৩০ ভাগের মালিকানা থাকবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি জিই’র সুইজারল্যান্ড শাখার, ৫১ শতাংশের মালিক পিডিবি। আর ১৯ শতাংশ থাকবে শেয়ার হোল্ডারদের।

ভিডিও:  

 

এসি