ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতের বিস্ময় বালিকা!

১ মিনিটেই সব রাজ্য রাজধানীর নাম বলতে পারে ২ বছর বয়সী আমায়রা

প্রকাশিত : ১১:৫৭ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

মাত্র দুই বছর দুই মাস বয়স আমায়রা গুলাটি। এই বয়সে শিশুরা যখন একটু দুইটি করে কথা বলতে শেখে, আমায়রার মুখে রীতিমতো খই ফোটে। ভারতের সব রাজ্য এবং রাজ্যের রাজধানীর নাম বলে দিতে পারে আমায়রা। আর এরজন্য সময় নেবে মাত্র এক মিনিট। গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও।

হরিয়ানা প্রদেশের পঞ্চকুলা প্রদেশের মেয়ে আমায়রা। মাত্র সাত মাস বয়স থেকে মা’র কাছ থেকে এসব রাজ্য ও রাজ্যের রাজধানীর নাম শিখতে শুরু করে আমায়রা। আর এখনতো তার মনেই গেঁথে আছে এসব নাম। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি জিতেছেন স্থানীয় বেশকিছু পুরস্কারও।

এছাড়াও গায়ত্রি মন্ত্র এবং মহা মৃত্যুঞ্জয় মন্ত্র-ও পরিষ্কারভাবে পড়ে যেতে পারেন আমায়রা।

আমায়রা’র মা উর্ভাসী গুলাটি বলেন যে, আমায়রা স্মৃতিশক্তি বেশ প্রখর আর মেয়ের এমন কীর্তিতে বেশ গর্বিত তিনি ও তাঁর স্বামী রাহুল গুলাটি। তিনি বলেন, “আমি খেয়াল করলাম যে, ও (আমায়রা) ব্যতিক্রম স্মৃতিশক্তি এবং সবকিছু দ্রুত শেখার গুণের অধিকারি”।

রাহুল গুলাটি বলেন, “আমি চাই আমার মেয়ে পরবর্তীতে আরও প্রতিযোগিতায় অংশ নেবে। খুব দ্রুত তাকে টিভিটেও হয়তো দেখা যাবে”।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//