ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ফাইনালিস্ট নির্ধারণে অতিরিক্ত সময়ে খেলা

প্রকাশিত : ০১:৫২ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ২য় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
খেলার শুরুতেই ইংলিশরা এগিয়ে গেলেও দ্বিতিয়ার্ধে গোল পরিশোধ করে সমতায় ফেরে ক্রোটরা। খেলার ফলাফল নির্ধারণে কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত সময়ের খেলা শুরু হবে।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ২য় সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইংলিশরা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মাত্র ৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রতিপক্ষের জালে বল পাঠান ইংলিশ মিড ফিল্ডার কাইরন ট্রিপার।

দ্বিতিয়ার্ধে ইংলিশদের সঙ্গে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ম্যাচের ৬৮ মিনিটে অসাধারণ এক গোলে ক্রোটদের সমতায় ফেরান মিড ফিল্ডার ইভান পারিসিক।

এআগে বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া। ডি-গ্রুপে তিন ম্যাচই জিতে পুরো নয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠে দালিচের দল। প্রতিপক্ষের জালে সাতবার বল জড়ানোর বিপরীতে নিজেরা হজম করেছে মাত্র একটি গোল।

অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠা ইংল্যান্ড বেলজিয়ামের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে হারে।

১৯৬৬ সালে বিশ্বকাপ আসরে ব্রিটিশদের একমাত্র শিরোপা অর্জন হয়। সেবার জয় এসেছিল তাদের ঘরের মাঠে।