ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সুনামগঞ্জে নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে বসতবাড়ি

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

সুনামগঞ্জের রানীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, কৃষিজমি, স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনা। কৃষিজমি হারিয়ে নিঃস্ব এলাকাবাসী। এই নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। যে কোন সময় ভেঙে নদীতে চলে যেতে পারে এসব স্থাপনা। কুশিয়ারার তীরে দাঁড়িয়ে এ শঙ্কায় তাইতো কোনই কুল কিনারা করতে পারছেন না স্থানীয়রা। এরিমধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারার ভাঙ্গনে ৮টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও কমিউনিটি ক্লিনিকসহ শতাধিক বসতবাড়ী বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে আরও ৪ থেকে ৫টি গ্রামের স্থাপনা। ঘরবাড়ি কৃষিজমি হারিয়ে নিঃস্ব অনেকেই। তারা চান দ্রুত ভাঙন রোধে স্থায়ী সমাধান। প্রকল্প অনুমোদন পেলে ভাঙন রোধে কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড। ১২ বছর ধরে নদী ভাঙ্গনে ক্ষয়ক্ষতি যেনো সীমা নেই। তবে, আর যেনো ভাঙ্গনের কবলে পড়তে না হয়, সেজন্য সরকারের সহায়তা চেয়েছেন এলাকাবাসী।