ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

উন্নত জেলে থাকার আবেদন করতে হবে নওয়াজ-মরিয়মকে

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

উন্নত ধরণের জেলে থাকতে হলে আবেদন করতে হবে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়াম নওয়াজকে। পাশাপাশি আবেদন করতে হবে নওয়াজের জামাতা সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন সাফদারকেও। তবে সাবেক সাংসদ হওয়ায় উন্নত জেলেই থাকতে পারবেন নওয়াজ শরীফ। আর সাবেক সেনা ও বেসামরিক কর্মকর্তা এবং সাবেক সাংসদ হওয়ায় উন্নত জেল পাবেন সাফদারও।  

তবে শুধু আবেদন করলেই হবে না, মরিয়মকে প্রমাণ করতে হবে যে, তিনি বছরে অন্তত ছয় লক্ষ রুপি আয়কর দেন। তাহলেই ‘উন্নত ধরণের’ জেলে থাকার সুযোগ পাবেন তিনি।

অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্ট দুর্নীতি মামলায় দেশটির উচ্চ আদালতের এক রায়ে জেল হয় নওয়াজ পরিবারের এই তিন সদস্যদের। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। আগামী শুক্রবার যুক্তরাজ্য থেকে লাহোর বিমানবন্দরে পৌছানোর কথা আছে নওয়াজ শরীফ এবং মরিয়ম নওয়াজের। ইতোমধ্যে কারাগারে আছেন সাফদার।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা দেশটির প্রভাবশালী দৈনিক ডন’কে বলেন, “আইনের আওতায় নওয়াজ পরিবার এগুলোই পাবে। ক্যাপ্টেন (অবঃ) সাফদার চাইলে উন্নত ধরণের জেল পাবেন। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তিনি আবেদন করেননি”।

ডন এর ঐ প্রতিবেদনে বলা হয় যে, পাঞ্জাব প্রদেশে ব্রিটিশ শাসনামলে প্রণীত জেল কোড অনুযায়ী এ, বি এবং সি ক্যাটেগরির জেল ব্যবস্থা আর নেই। এখন সেখানে ‘সাধারণ মানের জেল’ এবং ‘উন্নত ধরনের জেল’ এই দুই ধরণের জেল ব্যবস্থা আছে।

উন্নত ধরনের জেলে সাধারণ জেল এর থেকে আলাদা কিছু সুযোগ সুবিধা আছে। যেমন এই ধরণের জেলে থাকা বন্দীরা পড়ার জন্য বই, খবরের কাগজ, ২১ ইঞ্চি টেলিভিশন, টেবিল, চেয়ার, বিছানার চাদর, নিজস্ব বিছানাপত্র, জামাকাপড় এবং খাবার পাবেন।

তবে এই সবকিছুর মূল্য পরিশোধ করতে হবে বন্দীকেই। সরকার শুধু শক্ত নিরাপত্তা ব্যবস্থায় আপনাকে চার দেয়ালে আটকে রাখবে; অন্য বন্দীদের থেকে আলাদা।

ধারণা করা হচ্ছে, দেশে ফেরার পর নওয়াজ শরীফ এবং মরিয়ম নওয়াজকে লাহোরের আদিয়ালা জেলে রাখা হতে পারে।

সূত্রঃ ডন

//এস এইচ এস//