ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৯ ১৪৩১

ট্রাম্প-মারকেল বিবাদ চরমে

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

তেহরান ইস্যুসহ বেশ কয়েকটি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের বিবাদ চরমে পৌঁছেছে। এক নেতা বিবৃতি দেওয়ার পরই আরেক নেতা পাল্টা বিবৃতি দিয়ে নিজের অবস্থানের জানান দিচ্ছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর বৈঠকে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার কাছে বন্দি জার্মানি।’এর জবাবে মার্কেল বলেন, ‘বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমি নিজে দেখেছি যে জার্মানির একটি অংশ সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। আর আমি অত্যন্ত খুশি যে আমরা ফেডারেল রিপাবলিক অব জার্মানি হিসেবে স্বাধীনভাবে ঐক্যবদ্ধ।’

ট্রাম্প যাই বলুক না কেন, মারকেল তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের থোরাই পাত্তা দেননি। বরং বলেছেন, তিনি এজন্য গর্বিত। এতেই বুঝা যায়, দুই নেতা কতটা দ্বন্দ্বে রয়েছেন। এর আগে তেহরান ইস্যুতে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে গেলেও জার্মানিসহ অন্য ৫ গোষ্ঠী চুক্তিটি অব্যাহত রাখতে মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০১১ সালে মার্কিন প্রেসিডেনশিয়াল পদক পাওয়ার সময় জার্মানির চ্যান্সেলর বলেন, ‘আমার জীবনের প্রথম রাজনৈতিক ঘটনা, যা আমি স্পষ্টভাবে স্মরণ করতে পারি, ৫০ বছর আগে বার্লিন দেয়াল নির্মাণ করা হয়। সে সময় আমার বয়স ছিল ৭। আমার বেড়ে ওঠার সময় দেখেছি, এমনকি আমার স্তম্ভিত বাবা-মাও কান্নায় ভেঙে পড়েন, যা আমাকে গভীরভাবে আন্দোলিত করে। আমার মায়ের পরিবার দেয়াল নির্মাণের কারণে বিভক্ত হয়ে গেছিল।’

এমজে/