ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

উত্তর কোরিয়ায় ৫ শিশুর একজন অপুষ্টির শিকার

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

উত্তর কোরিয়ার শিশুদের প্রতি ৫ জনের একজন অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে প্রত্যন্ত এলাকায় অন্তত অর্ধেক শিশু-ই অপুষ্টির শিকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যানিটারিয়ান এইডের ঊর্ধতন কর্মকর্তা মার্ক লোকোক এ কথা বলেন।

জাতিসংঘের কর্মকর্তা মার্ক লোকোক দেশটিতে সফরের প্রথম দিনে এই মন্তব্য করেন। দেশটির সাধারণ মানুষেরা দারিদ্রসীমার নিচে বাস করছে বলেও অভিযোগ তার। জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, উত্তর কোরিয়ায় যতদ্রুত সম্ভব মানবিক সহায়তা প্রয়োজন।

এদিকে দেশটির বিভিন্ন এলাকায় খাবার পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই বলেও দাবি করা হয়েছে। এদিকে উত্তর কোরিয়া সফরকালে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জ্যোং জুন স্যাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন লোকোক।

জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতা থেকে মানবিক সহায়তার দিকটি বাদ দেওয়া হয়েছে। পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগে দেশটির উপর যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

সূত্র:গার্ডিয়ান
এমজে/