ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

গুলশানে হামলার পর, বিভিন্ন পরিবারের নিখোঁজ সন্তানদের নিয়ে উদ্বেগ

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ১১:৫২ এএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার

গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর, বিভিন্ন পরিবারের নিখোঁজ সন্তানদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃংখলা বাহিনী এরই মধ্যে নিখোঁজ ১০ জনের নাম প্রকাশ করেছে। এর বাইরেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত ১লা জুলাই এই প্রথম দেশের ইতিহাসে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় ঘটে গেলো ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা। হামলাকারীরা সহ এতে নিহতের সংখ্যা ২৯। এর ক’দিন পরই ঈদুল ফিতরের দিন দেশের বৃহত্তম ঈদগা মাঠ শোলাকিয়ার অদুরে হামলায় নিহত হন, দুই পুলিশ, এক হামলাকারীসহ চারজন। দু’টি হামলায়ই অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম পড়–য়া তরুণ যারা সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তান। এদের সবাই দীর্ঘদিন ধরে নিখোঁজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। হামলাকারীদের এমন পরিচয় বের হয়ে আসার পরই উদ্বেগ দেখা দেয় বিভিন্ন সময়ে নিখোঁজ থাকা সন্তানের পরিবারগুলোতে। পরিবার থেকে বিচ্ছিন্ন এমন ১০ যুবককে ফেরত পেতে পুলিশের সহযোগিতা অভিভাবকরা। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের ছবি টেলিভিশনে প্রচার করে তাদেরকে ফিরে আসার আহ্বানও জানানো হচ্ছে । এদেরই একজন লক্ষীপুরের তাজউদ্দিন। যার ছবি টেলিভিশনের পর্দায় দেখে তাকে ফেরত পেতে এখন পাগলপ্রায় তার মা। পুলিশের তালিকায় নেই, এমন একজন রাজধানীর বাড্ডার সাতারকুলের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএর শেষ বর্ষের ছাত্র মেহেদী হাসান রাজ। গত ২০১৫ সালের ১৬ নভেম্বর থেকে নিখোঁজ সে। তাকে ফেরত পেতে বাড্ডা থানায় জিডিও করেছেন তার বাবা। পরিবারকে কিছু না বলে নিখোঁজ গুলশানের ইংলিশ মিডিয়ামের আরেক ছাত্র আহমেদ আস্ওয়াদ ইসতেয়াজ। থানার জিডিতে দেয়া ঠিকানায় গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাড়ির কেয়ারটেকারের দেয়া মোবাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। বাড়ির দারোয়ানও বলতে পারেনি তারা কোথায় আছেন। নিখোঁজ এসব তরুনদের ফেরত পেতে পরিবারের সদস্যদের প্রতিটি দিনই কাটছে আশা-নিরাশা আর শংকায়।