ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইসলামী ব্যাংকের সাবেক এক পরিচালকসহ জামালপুরের আট আসামির যুদ্ধাপরাধের মামলার রায় কাল

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩৪ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার

ইসলামী ব্যাংকের সাবেক এক পরিচালকসহ জামালপুরের আট আসামির যুদ্ধাপরাধের মামলার রায় দেয়া হবে কাল। সকালে রায়ের এ দিন ধার্য করেনি বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। আট আসামি হলেন- ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, আব্দুল বারী, হারুন, আবুল হাশেম, অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে বদর ভাই এবং এস এম ইউসুফ আলী। এদের মধ্যে গ্রেপ্তার শামসুল ও ইউসুফকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ছয়জনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে। হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই আট আসামির বিরুদ্ধে।