ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

চিন্তিত যীশু

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার

বলিউডে যিশু সেনগুপ্তের অভিনয় দাপট দর্শক আগেই দেখেছে। এবার পালা দক্ষিণী সিনেমায়। নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেওয়া এখন সময়ের ব্যাপার। সেইমত শুরু হয়ে গেছে প্রস্তুতিও। তৈরি হচ্ছে তেলেগু চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেতা নান্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিক। অভিনেতার পাশাপাশি একজন রাজনীতিবিদ ছিলেন তারকা রামা রাও।
বায়োপিকে এক পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। সিনেমার পরিচালনায় রয়েছেন রাধা কৃষ্ণ জগড়লামুডি। সিনেদুনিয়ায় কৃষ নামেই তিনি বেশি পরিচিত। কৃষের সঙ্গে অবশ্য যিশুর এটা প্রথম কাজ নয়। এর আগেও তিনি ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ সিনেমাতেও কৃষের সঙ্গে কাজ করেছেন।
নান্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিকটির টাইটেল ‘এনটিআর’৷ বায়োপিকটিতে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজও অভিনয় করছেন। যিশু, প্রকাশ রাজের একজন অন্ধভক্ত বলা যেতে পারে। ‘এনটিআর’র বায়োপিকের সূত্রে প্রকাশ রাজের সঙ্গে দেখা হতেই সুবর্ণ সুযোগ হাতছাডা় করেননি অভিনেতা। সঙ্গে সঙ্গে সেলফি তুলে নিয়েছেন যিশু।

সেই ছবি টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যানবয় মোমেন্ট’৷ প্রিয় অভিনেতাকে সামনে পেয়ে সেলফি তোলার লোভ না সামলাতে পারাটাই স্বাভাবিক।
তেলুগু সিনেমাতে নিজের ডেবিউ নিয়ে বেশ চিন্তিত যীশু। দক্ষিণী পরিচালক এল ভি প্রসাদের চরিত্রে অভিনয় করছেন যিশু। এল ভি প্রসাদ একজন দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত পরিচালক। সেই কারণে যিশুর ওপর একটি গুরু দায়িত্ব বর্তায়। পরিচালকের সম্বন্ধে রীতিমত গবেষণা শুরু করে দিয়েছেন অনেক দিন থেকে। একটি বিগ বাজেট সিনেমাতে অভিনয় করার থেকেও বড় কথা এমন একটি কিংবদন্তী চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া।
পরিচালক এল ভি প্রসাদ, এনটিআরকে ১৯৪৯ সালে ‘মানা দেশম’ সিনেমাতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। পরিচালকের সম্বন্ধে গবেষণা করাকালীন নিয়মিত তেলুগু ভাষার প্রশিক্ষণও নিচ্ছেন যিশু। কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে বায়োপিকের শুটিং। হায়দরাবাদে ছাড়াও আরও কয়েকটি জায়গায় শ্যুটিং হবে বলে জানা গেছে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/