শক্তিশালী এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:৫৭ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার
আগামী বছরের শেষ নাগাদ তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পচ্ছেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোটের বৈঠকে যোগ দেওয়ার অবকাশে তিনি সাংবাদিকদের একথা জানান।
আমেরিকা ও ন্যাটো সদস্য দেশগুলোর আপত্তি বিবেচনায় নিয়েই আঙ্কারা রুশ নির্মিত এই অত্যাধুনিক ব্যবস্থা কিনছেন বলে জানিয়েছেন তিনি।
তুরস্কের সামরিক বাহিনী মনে করেছে এর মাধ্যমে রুশ-তুর্কি সামরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। এছড়াও মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টিতেও এটি ভূমিকা রাখবে।
এর আগে গত মাসে তুরস্কের একজন শীর্ষ পর্যয়ের সেনা কর্মকর্তা বলেছিলেন, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক শীতল হয়ে যাওয়া ও মার্কিন হুমকির জবাবে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে।
সূত্র:স্পুটনিক নিউজ
এমএইচ/এসি