ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

অলিম্পিক জিকা ভাইরাসে আক্রান্ত, নাম প্রত্যাহার করে নিচ্ছেন থেলোয়াড়রা

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৩:০১ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার

রিও ডি জেনিরিও অলিম্পিক জিকা ভাইরাসে আক্রান্ত। এ ভাইরাসের ভয়ে একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন থেলোয়াড়রা। রিও অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মহিলা এককে বিশ্বের পঞ্চম বাছাই রোমানিয়ান তারকা টেনিস খেলোয়াড় সিমনা হালেপ। এরপর পুরুষ এককের সপ্তম বাছাই কানাডার মিলোস রাওনিক। এ তালিকায় রয়েছে বেশ কয়েবজন তারকা গলফারও। তবে জিকা নয়, গলফে অর্থ পুরষ্কার না থাকাতেই খেলোয়াড়রা আগ্রহী হচ্ছেন না বলে জানিয়েছেন রিও অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কার্লোস নুজমান।