ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সার্টিফিকেট অব এক্সেলেন্স বিজয়ী লা মেরিডিয়ান ঢাকা  

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার

বিশ্বব্যাপী পর্যটকদের ভ্রমণসংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজরের ‘সার্টিফিকেট অফ এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড পেয়েছে লা মেরিডিয়ান ঢাকা।     

সম্প্রতি ট্রিপ অ্যাডভাইজর লা মেরিডিয়ান ঢাকাকে এই পুরস্কার প্রদান করে।

ট্রিপ অ্যাডভাইজর ডট কম (tripadvisor.com) এর মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তে ভ্রমণের জন্য হোটেলে, যানবাহনে ও রেস্টুরেন্টে বুকিং থেকে শুরু করে ভ্রমণের সকল দরকারি তথ্য একসাথে পাওয়া যায়।  

এই সাইটটি দেশ বিদেশের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের মান নিয়ে ‘সার্টিফিকেট অফ এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

গত আট বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রমণকারীদের রিভিউয়ের ওপর ভিত্তি করে ট্রিপ অ্যাডভাইজর দিয়ে আসছে এ ‘সার্টিফিকেট অব এক্সেলেন্স’।

মূলত, পর্যটক আকর্ষণের উপাদান, খাদ্যমান ও সেবার মান বছরব্যাপী বিবেচনা করে প্রতিবছর এ সনদ দেওয়া হয়ে থাকে।

এ স্বীকৃতি পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সারাবছর ব্যাপী গড়পড়তা রেটিং ৫ এর ভেতর ৪ অর্জন করতে হবে যা পর্যটকরাই দিয়ে থাকে।

আর এরই ওপর ভিত্তি করে এবারের  ‘সার্টিফিকেট অব এক্সেলেন্স-২০১৮’ পেয়েছে লা মেরিডিয়ান ঢাকা।   

এ প্রসঙ্গে ট্রিপ অ্যাডভাইজরের ইন্ডাস্ট্রি মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার লিজম্যান বলেন, “ট্রিপ অ্যাডভাইজর ২০১৮ সালের এক্সেলেন্স অ্যাওয়ার্ডের তালিকা ঘোষণা করতে পেরে আনন্দিত। যেসব প্রতিষ্ঠান সারাবছর ধারাবাহিকভাবে সেবার মান অব্যাহত রাখতে সক্ষম হয়, শুধুমাত্র তাদেরকেই এ স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতির মাধ্যমে সারা পৃথিবীর পর্যটকেরা তাদের গন্তব্যের সেরা সেবাগুলো খুঁজে নিতে পারবে খুব সহজেই এবং তাদের ভ্রমণ হবে আরো আনন্দদায়ক।”    

এমএইচ/এসি