বেলজিয়ামের ফুটবলার মুসা ডেম্বেলের জন্মদিন আজ
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৩:১০ পিএম, ১৭ জুলাই ২০১৬ রবিবার
মুসা ডেম্বেল বেলজিয়ামের পেশাদার ফুটবলার। বর্তমানে টটেনহ্যামের জার্সিতে খেলছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। ১৯৮৭ সালে আজকের এই দিনে বেলজিয়ামের জন্মগ্রহণ করেন তিনি।
পুরো নাম মুসা সিদি ইয়াইয়া ডেম্বেল। দর্শক ও সহকর্মীরা ডেম্বেল নামেই ডাকেন তাকে। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ২০০৩ সালে প্রথম ফুটবল ক্যারিয়ার শুরু করেন জার্মিসনাল বারস্কোট ক্লাবে হয়ে।
যুব ক্যারিয়ারে এই ক্লাবে ভালো খেলায় ডাক পেয়েছেন বয়সভিত্তিক দলেও। এই ক্লাবে ২০০৫ সাল পর্যন্ত খেলে চলে যান উইলেম ক্লাবে। আর উইলেম ক্লাবের জার্সিতে এক মৌসুমে খেলেন ৩৩টি ম্যাচ।
২০০৬ সালে নতুন করে মাঠে নামেন এজেট ক্লাবের হয়ে। ২০১০ সাল পর্যন্ত এজেটের হয়ে ১১৮টি ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি। এরপর দুই মৌসুমের জন্য যোগদেন ফুলহ্যামে।
২০১২ সাল থেকে খেলে যাচ্ছেন টটেনহ্যামের হয়ে। এই ক্লাবে এপর্যন্ত ম্যাচ খেলেছেন ১১৪টি।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান এই দক্ষ ফুটবলার। খেলেন বেলজিয়াম অনুধ্ব্ধসঢ়র্;- ১৬, ১৭, ১৮ ও ১৯ দলে। আর ২০০৬ সাল থেকে খেলে যাচ্ছেন বেলজিয়ামের জাতীয় দলে।