এশিয়ার সেরা ধনী মুকেশ আম্বানী
প্রকাশিত : ১১:৪৪ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার
ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এশিয়ার সেরা ধনীর খেতাব পেয়েছেন। আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মাকে ছাড়িয়ে এ খেতাব পান তিনি।
শুক্রবার মুকেশ আম্বানী পরিবারের রিলায়েন্স ইন্ডাস্টিজের শেয়ারের দর ১ দশমিক ৬ শতাংশ বেড়ে সর্বোচ্চ একহাজার ৯৯ টাকা ৮০ রুপিতে উঠে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এ তথ্য দিয়েছে।
এর ফরে আম্বানির সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ হাজার ৪৩০ কোটি ডলার।
অপরদিকে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের মালিক ২০১৮ সালে ১৪০ কোটি ডলার লোকসান করেছেন। এর ফলে বৃহস্পতিবার দিন শেষে যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ কোটি ডলার।
এদিকে আম্বানির সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে রিলায়েন্স পেট্রোক্যামিকেল পরিশোধন ক্ষমতা প্রায় দ্বিগুণ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। এর ফলে আম্বানির ৪০০ কোটি ডলারের সম্পদ বৃদ্ধি পেয়েছে।
আম্বানির সম্পদ বৃদ্ধি পাওয়ার অন্য কারণটি হলো নতুন বাজারে আসা আলোড়ন সৃষ্টিকারী টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকমের সাফল্য। তাই চলতি মাসের শুরুতে ২১ কোটি ৫০ লাখ টেলিযোগাযোগ গ্রাহক ই-কমার্স প্রসারে কাজে লাগানোর পরিকল্পনা প্রকাশ করে রিলায়েন্স।
এমএইচ/ এসএইচ/