ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৭ ১৪৩১

সোমবার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্টে বাংলাদেশ দল ভালো খেলতে পারছে না। একের পর এক ব্যর্থ হচ্ছে। সামনে ওয়ানডেতে ভালো খেলা নিয়ে রয়েছে সংশয়ে। আরও একটি খারাপ সংবাদ ছিল ওয়ানডে অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছেন না স্ত্রীর অসুস্থতার কারণে এমনটা জানা গিয়েছিল। কিন্তু আশার খবর হলো মাফরাফি আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেন।

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন মাশরাফি সোমবার ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেন। তিনি বলেন, মাশরাফির স্ত্রী সুমির নতুন করে কোন শারীরিক জটিলতা দেখা না দিলে ১৬ জুলাই সোমবার দিবাগত মধ্যরাতের ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ যাবে মাশরাফি।

প্রসঙ্গত, মাশরাফির স্ত্রী সুমি প্রায় দুই সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভুগেছেন। ব্লাড টেস্টে জ্বরের কারণও বেরিয়ে এসেছে। রক্তে এক ধরনের ব্যাকটেরিয়া ধরা পড়েছে। সেই ব্যাকটেরিয়া প্রতিরোধ তথা জ্বর নিবারণে ১০টি ইনজেকশন পুশ করার কথা বলেছিলেন চিকিৎসকরা। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রেখে সেই ইনজেকশন পুশ করা হয়েছে।

এসএইচ/