নওয়াজ-মরিয়ম প্রস্তুত আইনি লড়াইয়ে
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আর তার কন্যা মরিয়ম নওয়াজ ঘোষিত সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রীর আপিল প্রস্তুতির খবর নিশ্চিত করেছে তার একটি সূত্র। এদিকে মরিয়মের আইনজীবীও আপিলের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। শনিবার হাইকোর্টে এই আপিল আবেদন করা হতে পারে ওই সংবাদপত্রের সূত্রে উল্লেখ করা হয়।
মামলার সূত্রে জানা যায়, লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড। আদালতের রায় ঘোষণার সময় নওয়াজ ও তার মেয়ে মরিয়ম লন্ডনে অবস্থান করছিলেন। শুক্রবার দেশে ফিরেই গ্রেফতার হন দুজনেই।
ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর আইনে দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে আগাম জামিন কিংবা আপিল আবেদনের সুযোগ নেই। রায়ের বিরুদ্ধে আপিল করার পথ তাই হাইকোর্টে সশরীরে হাজির হওয়া। উচ্চ আদালতের কাছে আপিল কিংবা জামিনের আর্জি পেশ করতে হলে তাই গ্রেফতারি বরণ আবশ্যক। আইনি লড়াইয়ের জন্য গ্রেফতার হওয়া ছাড়া নওয়াজ ও তার কন্যার আর কোনও পথ ছিল না।এখন হাইকোর্টে হাজির হয়ে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে আপিল করতে পারবেন বা গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশ চাইতে পারবেন। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আইনজীবী খাজা হারিস ‘অ্যাকাউন্টিবিলিটি কোর্টের’ দেওয়া রায়ের বিরুদ্ধে শনিবার আপিল আবেদন জমা দেওয়ার কথা। সোমবার বা মঙ্গলবার আবেদনের শুনানি হতে পারে।
নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, অ্যাকাউন্টিবিলিটি কোর্টের ঘোষিত সাজার বিরুদ্ধে আপিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের আইনজীবী খাজা হারিস ঘোষিত সাজাকে চ্যালেঞ্জ জানাতে আপিলের কাগজপত্র তৈরির কাজ সম্পন্ন করেছেন। সামা টেলিভিশনের খবর অনুযায়ী, শনিবার সকাল ১১টায় মরিয়ম আপিলের গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর করেছেন। আপিল আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ না পাওয়ার পরও এই সাজা ঘোষণা করা হয়েছে।
নব্বইয়ের দশকে লন্ডনে পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার। এ নিয়ে নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
এসএইচ/