ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

১০১ বছর বয়সে মারা গেলেন ফ্রাংকের প্রথম স্ত্রী ন্যান্সি

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

সাবেক মার্কিন সঙ্গীত শিল্পী, অভিনেতা ও প্রযোজক ফ্রাংক সিনাত্রা’র প্রথম স্ত্রী ন্যান্সি সিনাত্রা মারা গেছেন। ১০১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ন্যান্সি।

আজ শনিবার টুইটারে ন্যান্সির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে ন্যান্সি সিনাত্রা জুনিয়র। টুইটার পোস্টে তিনি লেখেন যে, ন্যান্সি সিনাত্রা ‘পরম শান্তিতে দেহত্যাগ করেন’। তিনি আরও লেখেন, ‘তিনি একজন আশীর্বাদপুষ্ট একজন নারী ছিলেন এবং আমার জীবনের আলো ছিলেন। গডস্পিড মামা। সবকিছুর জন্য ধন্যবাদ।’

ন্যান্সি সিনাত্রা’র প্রকৃত নাম ন্যান্সি বার্বাতো ১৯১৭ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৩৪ সালে সেসময়ের জনপ্রিয় সংগীত তারকা ফ্রাংক সিনাত্রার সাথে পরিচয় হয় তার। এরপর খুব দ্রুত তাদের বাগদান সম্পন্ন হয় এবং ১৯৩৯ সালে তাদের বিয়ে হয়।

তবে বিয়ের আগে ফ্রাংকের অন্য এক নারীর সাথে সম্পর্কের বিষয় প্রকাশ পায় যা স্বীকারও করেছিলেন ফ্রাংক। ১৯৫০ সালে স্বামীর একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্কের কারণে আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয় এই জুটির। কিন্তু ফ্রাংক সিনাত্রার ১৯৯৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের সান্নিধ্যে ছিলেন ফ্রাংক ও ন্যান্সি।  নিজে

এরপর ফ্রাংক আরও তিনটি বিয়ে করেন। আর একাকী জীবন পার করে যান ন্যান্সি সিনাত্রা। অনেকটা নীরবে নিভৃতেই ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে একাকী থাকতেন ন্যান্সি।

ফ্র্যাংক ও ন্যান্সির ঘরে তিন সন্তানের জন্ম হয়। তাদের বড় মেয়ে ন্যান্সি সিনাত্রা জুনিয়র নিজেও একজন সঙ্গীত শিল্পী হিসেবে ক্যারিয়ার গড়েন। তাদের দ্বিতীয় ছেলে ফ্রাংক জুনিয়র ৭২ বছর বয়সে ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তিনিও সঙ্গীত অঙ্গনে নিজের ক্যারিয়ার গড়েছিলেন। তাদের সর্বকনিষ্ঠ মেয়ের নাম টিনা

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস// এআর