ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

বাবাকে নিয়ে মেডিকেল শিক্ষার্থী রাফার শেষ স্ট্যাটাস

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

সম্প্রতি আদ দ্বীন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জারিন তাসনিম রাফা  ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার মৃত্যুতে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক সমাজ শোক প্রকাশ করেছেন। তবে ফেসবুকে দেওয়া রাফার জীবনের শেষ স্ট্যাটাসে তার বাবাকে নিয়ে যে আবেগগণ কথা লিখেছেন তা সবার মনকে নাড়া দিয়েছে।

তার জীবনে বাবার গুরুত্ব এবং তার অবদান নিযে এ স্ট্যাটাস দেন।

গত ২৭ জুন সন্ধ্যা সোয়া ৭টায়  রাফা ফেসবুকে লেখেন, ‘আমার বাবাকে (অপারেশন থিয়েটার থেকে) বের করে আনা হয়েছে। আমি অসুস্থ হয়ে পড়ছি, কাল আমার ট্রান্সপ্ল্যান্ট তাই ডাক্তাররা আমার বাবার সাথে আমাকে দেখা করিয়েছেন। আমার বাবা পুরো ফ্যাকাশে, কথা বলতে কষ্ট হচ্ছে, এর মধ্যেও বলছে ‘আমি খুব সুস্থ, একদম ভালো।’

‘আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। বাবা বুঝি এমনই হয়। যে বাবার বুকে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি, সেই বাবা জীবন বাজি রেখেছে মেয়েকে বাঁচানোর জন্য।’

‘আল্লাহ তুমি আমার বাবা-মাকে হায়াত দাও! এই দুটো মুখ যেন চিরদিন দেখতে পাই।’

তার এ স্ট্যাটাসটিই ছিল জীবনের শেষ স্ট্যাটাস।

তার এ স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রাফার শিক্ষিকা নিবেদিতা আইচ তাকে সান্তনা দিয়ে লেখেন, ‘রাফা, সব ভালো হবে। কাল খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তোমাদের এখন মানসিকভাবে শক্ত থাকতে হবে। অনেক দোয়া রইলো।’

রাফার ওই স্ট্যাটাসে ৮শতাধিক লাইক, কমেন্ট পড়ে। কমেন্টের বেশিরভাগই তাকে উৎসাহ দিয়ে লেখা, সবাই তাকে মনের জোর বাড়ানোর বিষয়ে প্রেরণা দিয়েছেন।

উল্লেখ্য, আদ দ্বীন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জারিন তাসনিম রাফা গত বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টায় মারা যান।এর আগে গত ২৮ জুন দিল্লির বি এল কাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রাফার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়। এরপর রাফার শরীর ভালো যাচ্ছিল না।

 

এমএইচ/