ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

হজফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু (ভিডিও)

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজফ্লাইট। সকাল ৭টা পঞ্চান্ন মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪১৯ জন যাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের প্রথম ফ্লাইট। চট্টগ্রাম ও সিলেট থেকেও এবার হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ-যাত্রায় বিমান বন্দরে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা।

উড়োজাহাজের ভেতরে, আল্লাহর ঘরের মেহমানদের সাথে কুশল বিনিময় করেন, বিমান মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ।

পরে, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ও সুষ্ঠুভাবে হজ পালনের জন্য দোয়া করা হয়।

পবিত্র ঘর কাবা তাওয়াফ ও প্রিয় নবীর রওজা জিয়ারতে সুযোগ দেওয়ায়, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান হজযাত্রীরা।

শতভাগ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিষয়ে আশাবাদ জানান ধর্মমন্ত্রী।

আর, বিমান মন্ত্রী জানান, ফ্লাইট পরিচালনার শর্ত শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ।

এবার প্রায় ১ লাখ ২৭ হাজার হজ পালনে সৌদি আরবে যাবেন। এরমধ্যে বিমান পরিবহণ করবে ৬৩ হাজার ৫৯৯ জনকে। হজ ফ্লাইট চলবে, ১৫ আগস্ট পর্যন্ত, আর, ফিরতি ফ্লাইট শুরু হবে, ২৭  আগস্ট থেকে।