মাতামুহুরী নদীতে ডুবে ৩ ছাত্রের মৃত্যু
প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্থানীয় একটি স্কুলের তিন ছাত্রের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছে আরও দুইজন।
শনিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত ও নিখোঁজ সবাই মাতামুহুরী নদী সংলগ্ন চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র।
এই পাঁচ ছাত্র হলেন, দশম শ্রেণির মো. সাঈদ, আমিনুল হোসেন, মো. ফারহান, তূর্য ভট্টাচার্য্য এবং অষ্টম শ্রেণির সোহারাব হোসেন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম জানা যায়নি।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের পাশে ফুটবল খেলে। এ দিন বিকাল ৫টার দিকে ছাত্রদের মধ্যে ছয়জন খেলার মাঠের পার্শ্ববতী মাতামুহুরী নদীতে গোসলে নামে।
এদের মধ্যে একজন কূলে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে ভেসে যায় বাকি পাঁচজন। পরে চকরিয়া ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের লাশ উদ্ধার করেন।
নিখোঁজদের সন্ধানে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে ওসি জানান।
কেআই/এসি