ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শেখ হাসিনার নেতৃত্বে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান(ভিডিও)

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:০৬ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

ইসলামী চিন্তাবিদ ও ইমামরা বলেছেন, শান্তির ধর্ম ইসলামের প্রচার এবং প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ’জন্য শেখ হাসিনার নেতৃত্বে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় ইসলামী চিন্তাবিদরা এ’সব কথা বলেন।

বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় যোগ দেন দেশের আলিয়া, কাওমি মাদ্রাসার আলেম, বিভিন্ন মসজিদের ইমাম এবং পীর মাশায়েখরা।

এ’সময় ইসলামের প্রচার ও প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রসংশা করেন তারা।

ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর প্রত্যয় জানান ইসলামী চিন্তাবিদরা।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, ইসলাম ধর্মে বৈষম্যের ঠাঁই নেই। ইসলাম ধর্মের প্রসারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে আলেমদের নিয়ে বৃহৎ পরিসরে সম্মেলন করার পরিকল্পনার কথা জানান ইসলামিক ইন্সটিটিউটের চেয়ারম্যান এইচ.এম.জি মোস্তফা ওয়াহিদ।