সব নির্বাচনই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে(ভিডিও)
প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:১২ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে এ মন্তব্য করেন তিনি। পরে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের অবস্থা ২০০১ সালের চেয়েও ভয়াবহ হবে।
রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটি তাদের ব্যাপার।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যোগ দেন মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায়। বক্তৃতায় তিনি বলেন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশ অস্থিতিশীল হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অচিরেই রাজাকারদের পরিবারের তালিকা তৈরি করা হবে। আর জনগনকে মুক্তিযুদ্ধেও পক্ষেও শক্তির সাথে থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
চলতি মাসের ২৫ তারিখ থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।