লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরো অবনতি
প্রকাশিত : ১০:০৯ এএম, ১৮ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ১০:০৯ এএম, ১৮ জুলাই ২০১৬ সোমবার
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
বাড়ী-ঘরে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্বিসহ জীবনযাপন করছেন লালমনিরহাটের ৮০টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে আমন বীজতলা, সবজিসহ ফসলের ক্ষেত। প্লাবিত হয়েছে আরো নতুন নতুন এলাকা। বন্যা আক্রান্ত এলাকার কিছু মানুষ বাড়ী-ঘর ভেঙ্গে সরিয়ে নিরাপদে চলে আসছেন। তবে অধিকাংশ মানুষই পানিবন্দী অবস্থায় বসবাস করছেন। এদিকে জেলার প্রধান দুই নদী তিস্তা ধরলাসহ ১২টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির আশংকা করছেন পানি উন্নয়ন বোর্ড।