ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মিয়ানমারে খনিধসে নিহত ১৫

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

মিয়ানমারের উত্তরাঞ্চলে ভূমিধসে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪৫ জন। শনিবার উত্তরাঞ্চলের কচিন রাজ্যের হপকান্ত পান্না খনিতে এ ঘটনা ঘটেছে।

হপকান্তের প্রশাসক কিয়াও সোয়ার অং বলেন, খনির একটি ঢালে স্থানীয়রা মূল্যবান পান্নার সংগ্রহে অনুসন্ধান করার সময় ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে কাদামাটির নিচে চাপা পড়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, কাদামাটির নিচ থেকে ১৫ জনের মৃতদেহ ও ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে খনির লোন খিন এলাকায় পান্নার অনুসন্ধান কাজ বন্ধ করা হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

কিয়াও সোয়ার অং জানান, হতাহতের শিকার পান্না সংগ্রহকারীরা কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না।

উল্লেখ্য, দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়। তাই ওই এলাকায় স্থানীয়রা প্রায়ই খনির ময়লা-আবর্জনা থেকে মূল্যবান পান্না সংগ্রহ করে। চলতি বছরের মে মাসে একই খনিতে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ২০১৫ সালে হপকান্তের এই খনিতে ভূমিধসে শতাধিক মানুষ নিহত হয়।

সূত্র: রয়টার্স

একে//