কালকিনিতে বসতঘরে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম
প্রকাশিত : ১০:২০ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১১:২১ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার
মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়রকে নিজের বসতঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে আহত মেয়র এনায়েত হোসেন হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মেয়র ও তার পরিবারের সদস্যরা জানান, রাতে মেয়র এনায়েত ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দুই টার দিকে একটি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত পেছনের ফটক দিয়ে বাড়িতে প্রবেশ করে।
এসময় তারা ঘরের জানালা ভেঙে ঘুমন্ত মেয়রকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। এতে মেয়র তাৎক্ষণিক তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি করেন। কিন্তু দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে মেয়রকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ বিভিন্ন অঙ্গনের নেতারা।
আহত মেয়র অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। মেয়র আরও বলেন, আমার ধারণা আমার ছোড়া গুলি দুর্বৃত্তদের গায়েও লেগেছে। আমাকে মেরে ফেলতেই এ হামলা চালানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি জানান, মেয়রের মাথায় কয়েকটি সেলাই লেগেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
/ এআর /