ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

ক্যামেরার সামনে আলিয়াকে রণবীরের প্রস্তাব

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

আলিয়া-রণবীরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। আজ ডিনার ডেটে যাচ্ছেন তো কাল একসঙ্গে সেট থেকে বাহির হচ্ছেন। নিত্যদিন তাদের প্রেমের খবর উড়ে বেড়াচ্ছে বলিউডে। তবে সম্প্রতি পাপরাৎজির ক্যামেরায় ধরা পড়ল আলিয়ার প্রতি রণবীরের প্রোটেক্টিভনেস। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে রণবীরকে বলতে দেখা গেল, ‘এসো আলিয়া আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি।’ আর আলিয়াও গাড়িতে গিয়ে বসে পড়লেন।

তাদের এই প্রেমালাপ দিন দিন বেশ ভালোই প্রকাশ পাচ্ছে সবার সামনে। ভিডিও-তে আলিয়া এবং রণবীর ছাড়া আরও কয়েকজন ছিলেন। তাদের সঙ্গে মিটিং সেরে বের হচ্ছিলেন তারা। ভবনটির পার্কিং লটে দাঁড়িয়ে ছিল রণবীরের গাড়ি। প্ল্যান ছিল আলাদা আলাদা নিজেদের গাড়িতে ফিরবেন আলিয়া এবং রণবীর। কিন্তু সেসব প্ল্যান ছেড়ে একসঙ্গে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন লাভবার্ডস।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/