গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২ ফিলিস্তিনি কিশোর নিহত
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার ইসরায়েল আল কুতাইবি এলাকায় এ হামলা চালিয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজা শহরের একটি খালি ভবনে বিমান হামলা চালানো হয়। নিহত দু্জনই পথচারী ছিল। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই কিশোর হলেন আমির আল নামরি (১৫) ও লালী খালিদ (১৬)। গাজার পশ্চিমাঞ্চলীয় আল কুতাইবা এলাকায় বিমান হামলায় এরা দুজন নিহত হন। একই হামলায় আরও ১২ জন আহত হয়েছেন।
শনিবার হঠাৎ গতি পাওয়া লড়াইয়ে হামাস ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলও গাজায় বিমান হামলা চালায়। এতে ১৪ জন হতাহত হন।
তবে ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, ইসরাইল ও গাজার কয়েকটি প্রতিরোধ আন্দোলনের মধ্যেই শনিবার একটি সমঝোতা হয়েছে।
হামাসের মুখপাত্র ফাউজি বারহুউম বলেন, গাজায় ইসরাইলি বোমা হামলা শুরু হলে উত্তেজনা কমাতে বহুপক্ষীয় চেষ্টা অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনি ইসলামিক জেহাদ আন্দোলন জানিয়েছে, দুপক্ষই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।
ইসরায়েলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ঘটনার কী ঘটছে, তার ওপর নির্ভর করেই আমাদের পরবর্তী জবাব আসবে।
সূত্র : আল জাজিরা।
/ এআর /