ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

তেরেসাকে ইইউ’র বিরুদ্ধে মামলার পরামর্শ ট্রাম্পের!

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে মামলা করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি’কে এ কথা জানিয়ে মে বলেন, ইইউর সঙ্গে দেনদরবারের থেকে মামলা করার পরামর্শই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত শুক্রবার লন্ডনে তেরেরা মের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন যে, ব্রেক্সিট ইস্যুতে মে’কে একটি ‘পরামর্শ’ দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী খোলাসা করেন যে, এটিই সেই পরামর্শ। তবে এই পরামর্শকে ‘কঠোর’ হিসেবে দেখছেন মে। 

ব্রেক্সিট ইস্যুতে নিজের পরিকল্পনা মাফিক পথে হাটবেন বলেই বিবিসি’কে জানান মে। তিনি বলেন, তাঁর এই পরিকল্পনা ইংল্যান্ডকে নতুন ব্যবসায়িত বিনিয়োগ এনে দিবে। পাশাপাশি ইউরোপিয়ান আদালতের এখতিয়ার কমিয়ে আনবে।

এদিকে গত বৃহস্পতিবার ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে এর সকল পরিকল্পনার এক বিস্তারিত বিবরণ প্রকাশ পায়। তবে এর আগেই ব্রেক্সিট বিষয়ে তাঁর মন্ত্রী ডেভিড ডেভিস এবং পররাষ্ট্র সচিব বরিস জনসন পদত্যাগ করেন। তাঁদের দাবি, যে উদ্দেশ্যকে সামনে রেখে ২০১৬ সালে ব্রিটিশ নাগরিকেরা ইইউ থেকে বের হয়ে আসার পক্ষ্যে ভোট দিয়েছেন, মে এর পরিকল্পনা সেগুলোর সাথে সামঞ্জস্য না।

এদিকে মে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁকে মামলা করতে বললেও আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মে বলেন, “তিনি (ট্রাম্প) বলেন যে, আমি যেন দেনদরবার চালিয়ে যাই। নয়তো আমি কোণঠাসা হয়ে যাব। তাই আমি আলোচনা চালিয়ে চাব”।

এসময় ব্রিটিশদেরকে ব্রেক্সিট থেকে বের হয়ে আসার পর সুফল ভোগ করতে তৈরি থাকতে বলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ইইউ থেকে বের হয়ে আসার কথা রয়েছে ইংল্যান্ডের।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস// এআর