ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। ফলে রোববার বিভাগটিতে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অবিলম্বে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি আদায়ের জন্য অন্যান্য বিভাগগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা।

ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থাকায় রোববার বিভাগটিতে গুটিকয়েক শিক্ষার্থীকে দেখা গেলেও শিক্ষকরা বিভাগে এসে অধিকাংশ শিক্ষার্থীদের ক্লসে উপস্থিত না পাওয়ায় কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। এছাড়া বিভাগের ৪২তম আবর্তনের একটি টিউটোরিয়াল পরীক্ষা (সকাল ১১টায়) এবং ৪৭ তম আবর্তনের টিউটোরিয়াল উইকের দুইটি টিউটোরিয়াল পরীক্ষাও বর্জন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিন্তু এমন যৌক্তিক দাবী আদায়ের জন্য আমরা বিভাগের সব সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছি।’

ইতিহাস বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার একটা যৌক্তিক দাবি। দেশের একজন সচেতন নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এর প্রতি পূর্ণ সমর্থণ করছি। প্রজ্ঞাপন না হওয়া ও বিনা দোষে আটককৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়া উচিৎ বলে মনে করি। এছাড়া সংসদে প্রধানমন্ত্রী তাচ্ছিল্যের সঙ্গে ছাত্রদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাই। দেশের এতো বড় পদে থেকে উনার মুখে এসব কথা মানায় না।’

ইতিহাস বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা বলেন, ‘সারাদেশে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে যে আন্দোলন চলছে এবং কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিচার ও কোটা আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের ক্লাস পরিক্ষা বর্জন করেছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগগুলোও আমাদের সাথে সহমত প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করুক।’

এদিকে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মসূচিতে যোগদান করতে গেলে বিভাগটির ৪৬তম আবর্তনের শিক্ষার্থী জিসান মাহমুদের মুঠোফোন ভেঙে দেয় কতিপয় ছাত্রলীগ কর্মী।

এসএইচ/