ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

ফ্রিল্যান্সে খাবার পৌঁছে আয়ের সুযোগ দিচ্ছে ফুডমার্ট

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

অনলাইন মানেই সবকিছুই এখন হাতের মুঠোয়। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য অনলাইনে অর্ডার করলে ঝামেলা ছাড়াই স্বল্প সময়ে চলে আসে হাতের নাগালে। তেমনি অনলাইনে অর্ডার করা রেস্টুরেন্টের খাবার ১ ঘন্টার মধ্যে ক্রেতার বাসায় পৌঁছে দেওয়ার সেবা দেয় ফুডমার্ট। আর প্রতিষ্ঠানটি এখন ফ্রিল্যান্স রাইডারদের সুযোগ দিচ্ছে খাবার সরবারের মাধ্যমে বাড়তি আয়ের। 

ফুডমার্ট জানায়, কারো যদি মোটরসাইকেল অথবা সাইকেল থাকে এবং একটি স্মার্ট ফোন থাকে তাহলে সে ফুডমার্টে একজন ফ্রিল্যান্সার/ফ্লেক্সিবল রাইডার হিসাবে কাজ করতে পারেন।

একজন রেজিস্টার্ড রাইডারের স্মার্ট ফোনে ফুডমার্টের অ্যাপ চালু থাকলে তার কাছে খাবার পৌঁছে দেয়ার রিকুয়েস্ট আসতে পারে। তখন সে খাবারটা রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করে ক্রেতার ঠিকানায় পৌঁছে দিতে পারেন। বিনিময়ে রাইডার ভালো অর্থ পাবেন। ফ্রি সময় যে কেউই কাজটি করতে পারেন। তার জন্য তাকে অনেক দূরে যেতে হবে না। তার কর্মক্ষেত্র বা বসবাসের এরিয়াতেই সে এরিয়ায় খাবার পৌঁছে দিতে পারে।

এ বিষয়ে ফুডমার্টের হেড অব অপারেশন নাজমুল হাসান বলেন, ‌‘একজন রাইডার তার সব ডেলিভারি এবং উপার্জনের টাকা মোবাইল অ্যাপে দেখতে পারবেন। একজন ছাত্র এবং একজন কর্মজীবী অবসর সময়ে ফুডমার্টের ফ্লেক্সিবল রাইডার হিসাবে কাজ করে প্রতি মাসের হাত খরচ তুলে নিতে পারেন সহজেই। ফুল টাইম কাজ করলে একজন রাইডার সাইকেল চালিয়ে প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার টাকাও উপার্জন করতে পারেন।

নাজমুল হাসান আরো জানান, কাজ শুরু করতে হলে অবশ্যই ফুডমার্টের রাইডার হিসাবে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে সর্বপ্রথম দরকার হবে জাতীয় পরিচয় পত্রের (NID) ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল অ্যাপ অ্যাক্সেস করার পাসওয়ার্ড দেয়া হবে এবং কাজ শুরু করা যাবে।

প্রসঙ্গত, বিগত চার বছর ধরে প্রতিষ্ঠানটি অনলাইনে খাবার অর্ডার নিয়ে পৌঁছে দিচ্ছে মাত্র ১ ঘন্টার মধ্যেই। রাজধানী ঢাকার মধ্যে প্রায় এক হাজারেরও বেশি রেস্টুরেন্ট যুক্ত রয়েছে ফুডমার্টের সঙ্গে। সহজেই ফুডমার্টের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অর্ডার করা যাবে পছন্দমতো খাবার। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.foodmart.com.bd-তে

//এস এইচ এস//