শাহজালাল বিমানবন্দরের আগুন
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১২:২৮ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে বিমান বন্দরের দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আগুন নেভাতে শুরুতে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে আরও তিনটি যোগ হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তবে ঘটনাস্থলে অগ্নিশিখা দেখা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক সদস্য। কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া হতে দেখা যায়। ওই ধোঁয়া সৃষ্টির সূত্রপাত খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের ওই সদস্য।
বিমান বন্দর থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের দিকে ইমিগ্রেশনের কয়েকটি কক্ষে হঠাৎ করেই ধোঁয়া উড়তে দেখা যায়। মুহুর্তের মধ্যেই কক্ষগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে টার্মিনাল থেকে সবাইকে বের হয়ে যেতে নির্দেশনা দেয় বন্দরের নিরাপত্তা বিভাগ।
এদিকে ধোয়ার ঘটনায় হজ যাত্রীসহ উড্ডয়নের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে দ্রুত আতংক ছড়িয়ে পরে।
//এস এইচ এস// এসএইচ/