চলতি ট্রেনে যমজ সন্তানের প্রসব
প্রকাশিত : ১১:৩২ এএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার
ভারতের মুম্বাইয়ের কাছে ট্রেনে ভ্রমণের সময় এক নারী (৩০) যমজ সন্তান প্রসব করেছেন। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার ও ভারতের কেন্দ্রীয় রেলওয়ের চিকিৎসা দল।
প্রসবের পর মা সালমা তাবাসসুম ও তার যমজ ছেলে-মেয়ে সুস্থ আছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই সালমার প্রসব বেদনা শুরু হয়। এরপর ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তার সহায়তায় এগিয়ে যায়। প্রসবের পর যাত্রীদের হাততালি ও উল্লাস করতে দেখা যায়।
বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, মুম্বাই এলটিটি-বিশাখাপত্নম এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। কল্যাণ স্টেশনে ট্রেন থামলে দুই নবজাতক ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা কিছুক্ষণ দেখার পর বলেছেন, মা ও শিশুরা সুস্থ আছে।
রেল পুলিশের উপপরিদর্শক নীতিন গৌর বলেন, শোনামাত্র আমি ও দুই নারী কনস্টেবল তার (সালমা) কাছে যাই। রেলওয়ের চিকিৎসা দল ও অন্যদের জানাই। দুই শিশু ও মা এখন সুস্থ। তাদের সহায়তা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে।
আরকে//