ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রাবির সিন্ডিকেট ডিন প্রতিনিধি নির্বাচনে জয়ী অধ্যাপক হুমায়ুন   

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেটে ডিন প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করেছেন অধ্যাপক হুমায়ুন কবীর। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) প্রার্থী ছিলেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা প্যানেল) প্রার্থী মো. ফজলুল হককে ১৪৮ ভোটে হারিয়ে সিন্ডিকেটে ডিন প্রতিনিধি নির্বাচিত হন তিনি।  

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, নির্বাচনে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবীর ৫২৭ ভোট এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক ৩৭৯টি ভোট পান।   

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়’শ ছয়জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, চলতি বছর ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, ডিন, শিক্ষক সমিতিসহ সাতটি ক্যাটাগরিতে মোট ৭০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে ওই সময় কোন প্রার্থী না থাকায় এতোদিন পদটি শূন্য ছিলো।

কেআই/এসি