ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিশ্বকাপ আলোচনার তুঙ্গে যে নারী!

প্রকাশিত : ১১:১০ এএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

বিশ্বকাপ ফুটবল চলবে আর কোনো নারী আলোচনায় আসবেন না, তা কী করে হয়? কিন্তু এবার আলোচনায় কোনো সাধারণ নারী নন, উঠে আসলেন বিশ্বকাপের বিজিত ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার স্বয়ং প্রেসিডেন্ট! বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের কাছে ক্রোয়েশিয়া হার মানলেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জাতিসংঘ, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কোলিন্দা গ্রাবার কিতারোবিচ।

খেলা চলাকালীন ক্রোয়েশিয়ার জার্সি পরা অবস্থায় তাকে গ্যালারিতে বসে থাকতে দেখা যায়। ম্যাচ শেষে তাকে খুশি মনে পক্ষ ও বিপক্ষ দলের সব খেলোয়াড়দের জড়িয়ে ধরতে দেখা যায়। ফুটবল বিশ্ব জয়ের আনন্দে উদ্বেলিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেন তিনি এবং অভিনন্দন জানান।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট শুধু ফুটবল খেলাই বোঝেন এ রকম নয়, অনেক ভাষায় সাবলীলভাবে কথাও বলতে পারেন, যেমন- ক্রোয়েশিয়ান, ইংলিশ, স্প্যানিশ ও পর্তুগিজ। এ ছাড়া তিনি জার্মান, ফরাসি ও ইতালিয়ান ভাষা বুঝতে পারেন। বিশ্বকে এগিয়ে নিতে তার মতো আরো নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

আরকে//