ফুটবলের ট্রায়াল দিচ্ছেন বোল্ট
প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার
আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট আবারও আলোচনায় চলে এসেছেন। তবে এবারের আলোচনায় কোনো অ্যাথলেট হিসেবে নয়, বরং একজন নবাগত ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াতে ফুটবল খেলার ট্রায়াল দিচ্ছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম এ মানব।
জ্যমাইকার সাবেক এই স্প্রিন্টার বর্তমানে ছয়সপ্তাহের জন্য দেশটির এ লিগ সেন্ট্রাল কোস্ট ম্যারাইনারসের সঙ্গে সমঝোতা করছেন। ক্লাবটির কর্মকর্তারা জানিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় তাহলে খুব শিগগিরই এক ‘সিজনের’ জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করবেন তিনি।
উসাইন বোল্ট এর আগে জার্মানি, নরওয়ে ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত বছরই তিনি অ্যাথলেটিক্স থেকে বিদায় নেন। তবে অস্ট্রেলিয়ার ক্লাব ম্যারাইনারের হয়ে চুক্তি করতে গেলেও উসাইন বোল্টের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
সূত্র: বিবিসি
এমজে/