জঙ্গি প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ
বিলওয়াল ভুট্টোর উদ্বেগ প্রকাশ
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার
নিষিদ্ধ ঘোষিত দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি উদ্বেগ প্রকাশ করেছেন। গত সোমবার দেওয়া এক বক্তব্যে বিলওয়াল বলেন, কিছু সুনির্দিষ্ট গোষ্ঠী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত দলগুলোর বেশ কয়েকজন প্রার্থী মিলে ইসলামি জামুহোরি ইত্তেহাদ গঠন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গত শুক্রবার দেশটির একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নির্বাচনী প্রার্থী সিরাজ রাইসানির মৃত্যুতে শোক প্রকাশের পর দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিলওয়াল বলেন, দুর্ভাগ্যবশত নিষিদ্ধঘোষিত দলগুলোর প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে, যা দেশটিতে চরমপন্থার প্রসারণ ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। আর এর মাধ্যমে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা দেখা দিবে।
ওই প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে দেশটির গণতন্ত্র, সংসদ ও বিশ্বের মধ্যে দেশটির সুনাম নষ্ট হবে বলেও যোগ দেন তিনি। কয়েক বছর আগে দেশটিতে একটি আত্মঘাতী বোমা হামলার পর বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার পর সব রাজনৈতিক দল মিলে একটি দাবি জানায় তৎকালীন সামরিক সরকারের কাছে।
২০ দফা দাবি সম্বলিত ওই দাবিনামা আজও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন বিলওয়াল। তার অভিযোগ, নওয়াজ শরীফ ও তার দল মুসলীম আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও সে দাবি বাস্তবায়ন করেনি। এদিকে নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকে বিলওয়াল বলেন, আফগানিস্তান পারে, ইরাক পারে। আমরা তাদের চেয়েও ভালো অবস্থায় থেকে কেন পারবো না।
সূত্র: ডন
এমজে/