ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায়  বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও  ১২ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লেগুনার চালক হান্নান (২২), অজ্ঞাত পুরুষ যাত্রী (৬৫) ও তাওহিদ (১০) নামের এক শিশু।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের দোয়া নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী লেগুনাটি সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়া ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, লেগুনার চালককে যন্ত্র ব্যবহার করে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 টিআর/ এআর