ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

দেশব্যাপী নিখোঁজ ২৬২ জন ব্যক্তির তালিকা প্রকাশ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০১:৪২ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার

সারা দেশে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ করলো র‌্যাব। এরমধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কমপক্ষে ৯টি পেশার মানুষ। তবে এদের সবার সাথে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার মধ্যরাতে র‌্যাবের মিডিয়া বিভাগের ফেসবুক পাতায় এই তালিকা প্রকাশ করা হয়। অনুরোধ জানানো হয় তাদের সন্ধান দেয়ার। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউ বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরীজীবী। কারও বাড়ি বগুড়া,  কেউ থাকেন রাজধানী ঢাকায়। দেশব্যাপী এমন ২৬২ জন ব্যক্তি, যারা সবাই বিভিন্ন মেয়াদে নিখোঁজ। মঙ্গলবার মধ্যরাতে র‌্যাবের মিডিয়া বিভাগের ফেসবুক পাতায় এই নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এর সঙ্গে দেয়া বিবৃতিতে র‌্যাব জানায়, দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে এসব নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। এদের সন্ধান পাওয়া গেলে নিকটস্থ র‌্যাব ক্যাম্পে জানানোর জন্যও অনুরোধ করা হয়। গুলশান হামলার পর নতুন হুমকি দিয়ে আইএস প্রকাশিত ভিডিওতে দৃশ্যমান তিন বাংলাভাষী তরুনেরও নাম-পরিচয় রয়েছে তালিকায়। এরা হলেন- তাহমিদ রহমান সাফি, তাউসিফ হোসেন ও তুষার। তালিকায় থাকা ব্যক্তিদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। প্রায় সবার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। অনেকের বিস্তারিত ঠিকানা থাকলেও ছবি কম। নিখোঁজের তালিকায় শিক্ষার্থীর সংখ্যায় বেশী। নর্থ সাউথ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, মানারাতসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নিখোঁজ শিক্ষার্থী আছে এতালিকায়। এছাড়া আছে চিকিৎসক, প্রকৌশলী ও পাইলটসহ ৯টি পেশার মানুষের নামও। গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর জানা যায়, হামলাকারীদের প্রায় সবাই ৫ থেকে ৯ মাস ধরে নিখোঁজ ছিল। আর এরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে একে একে বের হয়ে আসতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরো অনেক নিখোঁজ শিক্ষার্থীর তথ্য। আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধে নিখোঁজদের পরিবার থানায় জিডি করলে বের হয়ে আসে নতুন এই তালিকা।