ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রাজশাহীতে বিএনপির পথসভায় ককটেল বিস্ফোরণ: আহত ৫

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

রাজশাহীতে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিংসা দেওয়া হচ্ছে। ঘটনার পরে এলকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাগরপাড়া বটতলার মোড়ে এ ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, বিস্ফোরণে তাদের তিন কর্মী আহত হয়েছেন।

আজ নগরের সাগরপাড়া বটতলার মোড়ে সাড়ে ১০ টার দিকে মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে পথসভা করছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বক্তব্য দেওয়ার সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের রাজশাহী জেলা প্রতিনিধি আদিত্য চৌধুরী, স্থানীয় স্বপন কর্মকার আহত হন। বিএনপির দাবি, ওই সময় হাবিবুর রহমান, কালু ও খোকন নামের তাদের তিন কর্মীও আহত হয়েছেন।

হামলায় আহত সাংবাদিক আদিত্য চৌধুরী স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। তাঁর চোখের নিচে একটি স্প্লিন্টার লেগেছে। স্বপন কর্মকারের হাত ও পা পুড়ে গেছে।

পথসভার কাছে একটি ছাউনির নিচে তাঁর দোকান ছিল। বিস্ফোরণে ছাউনিটি উড়ে গেছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বপন কর্মকারের ছেলে প্রতিম কর্মকার বলেন, তিনি বাড়ি থেকে তাঁর বাবার জন্য খাবার আনছিলেন। পথসভার কাছে আসার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি তিনটি মোটরবাইকে মুখ বাঁধা অবস্থায় কয়েকজনকে চলে যতে দেখেন। তাঁর ধারণা, মোটরসাইকেল আরোহীরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

 টিআর / এআর