ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

শাহবাগে সংঘর্ষের প্রতিবেদন দাখিলে সময় বাড়ল

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

পরীক্ষার সময় সূচিসহ তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সময় বাড়িয়ে আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় প্রতিবেদন দাখিল করেনি শাহবাগ থানা পুলিশ। ফলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী নতুন তারিখ ধার্য করেন।

গত বছরের ২০ জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। পরীক্ষার সময়সূচিসহ তারিখ ঘোষণার দাবিতে ওই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেয়। এতে পুলিশ বাধা দেয়। পরে দুপক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
আরকে//