ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

উত্তর কোরিয়া পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করছে

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ১১:৫৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের জন্য পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধান। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার জানান, দেশটি অচিরেই পারমানবিক বোমা তৈরির জন্য প্লুটোনিয়ামের মালিক হয়ে যেতে পারে। তিনি আরো জানান, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানোর পথে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পূর্ণ উৎপাদনে থাকলে ইয়ংবিনের চুল্লি থেকে বছরে একটি পারমানবিক বোমা তৈরির কাঁচামাল পাওয়া সম্ভব। গেলো রবিবার দেশটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে। অভিযোগ উঠে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় দেশটি।