ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার নয় : রাজশাহীতে ইসি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃংখলা বাহিনীর সদস্যেদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভাগীয় সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি।

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আছে উল্লেখ্য করে শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনে যেন কোনো ঝুকিপূর্ণ ঘটনা ঘটাতে বা প্রভাবিত করতে না পারে সে জন্য আইনশৃখলা বাহিনী সজাদ থাকবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘কোন সাজানো মামলায় বা পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। প্রয়োজনে পোলিং এজেন্টদের তালিকা নির্বাচন কমিশন ও পুলিশের কাছে দিতে হবে। যাতে তারা হয়রানির হাত থেকে রক্ষা পান।’

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ রাজশাহী প্রশাসন ও আইনশৃখলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

এসএইচ/