ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

স্ট্রেলিয়ান ক্রীড়াবিদ টামসিন কারোলিন মানুর জন্মদিন আজ

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৩২ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার

টামসিন কারোলিন মানু অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদ। দুরপাল্লার দৈড়বিদ। অস্ট্রেলিয়ায় ১৭ বারের ৪শ মিটার, ৮শ মিটার ও ৪শ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন টামসিন। ১৯৭৮ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন এ তারকা। পুরো নাম টামসিন কারোলিন মানু। ৮শ মিটার দৈড়ে ওয়ার্ল্ড ইনডোর শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার দৈড়বিদ। ১৯৯৪ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গণে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন টামসিন। ক্রীড়া পরিবারে ১৯৭৮ সালের ২০শে জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করেন এ তারকা দৈড়বিদ। বাবা জর্জ লেউস মেক্সিকো অলিম্পিকে ২শ মিটার দৈড়ে সেমিফাইনালে খেলেছেন। আর মা কারোলিন রাইট হাইজাম্পে ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে জাতীয় প্রতিযোগিতায় একাধিক পদক জিতে সবার নজওে পরেন টামসিন। মাত্র ১৫ বছর বয়সে সে অনূর্ধ্ব-১৬ ১শ, ২শ, মিটার ডাবলএবং অনূর্ধ্ব-২০ ৪শ মিটার স্বর্ণ জেতেন টামসিন। ফলে সে বছরই কমনওয়েলথ গেমসের জন্য নির্বাচিত হন এ তারকা। এরপর ১৯৯৬ সালে সিডনিতে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশীপের জন্য নির্বাচিত হন টামসিন। সেখানে ৪ মিটার র‌্যালিতে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশীপে টামসিন ৮শ মিটার দৈড়ে অংশ নেন এবং স্বর্ণ জিতে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। আর সে বছলই ৪শ মিটার র‌্যালিতে স্বর্ণ পদক জেতেন টামসিন। এরপর ১৯৯৯ সালে ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশীপে ৪শ মিটার র‌্যালিতে রৌপ্য পদক জেতেন টামসিন। ২০০২ সালে ম্যানচেস্টার এবং ২০০৬ সালে মেলবোর্ন  কমনওয়েলথ গেমসে ৪শ মিটার র‌্যালিতে স্বর্ণ জেতেন টামসিন। আর ২০০৮ সালে ভ্যালেন্সিয়ায় ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশীপে ৮শ মিটার দৈড়ে স্বর্ণ জেতেন টামসিন। খেলাধুলার পাশাপাশি নিয়মিত রেডিও, টেলিভিশনে অনুষ্ঠান করেন টামসিন।