ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জামায়াতের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৫:২৯ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার

ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ হচ্ছে জামায়াতের প্রবেশ। পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্র“পের বাংলাদেশ বিষয়ক চেয়ার অ্যান মেইন এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান। মঙ্গলবার হাউস অব কমন্সে বাংলাদেশ বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লাকে হাউস থেকে বের করে দেয়ার রুলিং দেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে জামায়াতের প্রতিনিধির প্রবেশ নিষিদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন। অনুষ্ঠানে ওই প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হলেও তার কোনও বক্তব্য দেয়ার কথা ছিল না। তারপরও তিনি বক্তব্য দিলে প্রতিবাদ উঠে। অনুষ্ঠানের ভেতরেই হৈ-চৈ শুরু হয়। এক পর্যায়ে জামায়াতের প্রতিনিধিকে থামাতে রুলিং দেন স্পিকারের দায়িত্বে থাকা অ্যান মেইন।